মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
বিএনপি`র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুয়েত প্রবাসী ও বিএনপি নেতা ইসমাইল প্লাজার সভাপতিত্বে রহিম উল্যাহ চৌধুরীর সঞ্চালনায় দলীয় নেতাকর্মীদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে চরজব্বর ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে চরজব্বর ইউনিয়ন ও জাহাজমারা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এ বি এম জাকারিয়া,জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নুরনবী চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যা বাবুল,যুগ্ন সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট দিদার উদ্দিন,সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক,চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুল্যাহ মিয়া, পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আবু কাউসার, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক নুর উদ্দিন শামীম।
এ ছাড়াও ছাত্রদল,যুবদল কৃষকদল,শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ অংঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পরে বিএনপি`র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।