পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর সুবর্ণচর উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী, ভূমিদস্যু আলেয়ার বিচারের দাবীতে মানববন্ধন, সংবাদ সম্মেলন,ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
গতকাল উপজেলার চরবাটা ভূইয়ার হাটে বিকেল ৪টায় এই মানববদ্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, প্রায় ২৫ বছর আগে অসহায় হয়ে অন্য এলাকা থেকে সুবর্ণচর চরমজিদে আসার পর এলাকাবাসী আলেয়াকে সার্বিক সহযোগিতা করে বসবাসের সুযোগ করে দেন । এরপর থেকে নানা ধরনের অবৈধ কর্মকান্ডের মধ্য দিয়ে আলেয়ার উত্থান শুরু হয়। নোয়াখালী -৪ আসনের সাবেক এমপি একরামূল করিম চৌধুরীর ক্ষমতার দাপট খাটিয়ে এলাকায় চুরি,ডাকাতি ও রাহাজানি করে শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটায়। ২০২২ সালে গরু চুরি করে নেওয়ার সময় তার ছেলে ইলিয়াছ ওরফে রিয়াজ পিকআপ উল্টে আহত হয়। আহত অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে।
ভূমিদস্যু আলেয়া মুক্তিযোদ্ধাদের জমিনের কাগজ পত্র জাল-জালিয়াতি করে চরমজিদ ভূঁইয়া হাট মুক্তিযোদ্ধা সংসদ অফিসের ঘরসহ জায়গা দখল করে নেয় এবং মুক্তিযোদ্ধা কলোনির দিঘিতে অবৈধভাবে মাছ চাষ করে। তার ভয়ে কেউ মুখ খুলতো না। কেউ তার এসব অপকর্মের প্রতিবাদ করলে তাকে নারী নির্যাতনের মিথ্যা মামলাসহ বিভিন্ন মামলা দিয়ে ফাঁসাতেন।
মানববন্ধন শেষে ভূঁইয়ার হাটে আলেয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কয়েকশো পরিবার।
আবুল বাসার,নির্বাহী সম্পাদকঃ
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।