মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃবিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গ ওসহযোগি সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার ফাঁসির দাবীতে ২ দিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
১৪ আগস্ট (বুধবার) বিকেল ৪ টায় উপজেলার চরবাটা খাসের হাট রাস্তার মাথায়, ও ১৫ আগস্ট (বৃহস্পতিবার) হারিছ চৌধুরীরে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেদৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, সহসভাপতি কাজী আলমগীর, যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন স্বপন, কামাল উদ্দিন, নুর উদ্দিন শামীম, এডভোকেট মঞ্জুরুল আলম,চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উদ্দিন সওদাগর, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব নুরুল হুদা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক শামীম খান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু, সদস্য সচিব আলমগীর চৌধুরী, যুবদলের যুগ্ন আহবায়ক কাজী আতিক উল্যাহ অস্রু, রিয়াজ সিদ্দীকি সৈকত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, সদস্য সচিব এনায়েতুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি শাহদাত হোসেন,সাধারন সম্পাদক আব্দুল মালেক,উপজেলা ছাত্রদলের আহবায়ক আলী আহসান মোঃ তারেক, সদস্য সচিব মামুন হোসেন রোহান, ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরেজ খান নীল, জেলা ছাত্রদলের সহসভাপতি ইমাম ইবনে ওয়াদুদ, চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মাঈন উদ্দিন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি সালা উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনা বিগত ১৬ বছরে হাজার হাজার গুম, খুন করেছেন, সব শেষে ছাত্র আন্দোলনেও শত শত ছাত্র ভাইদের হত্যা করেছে অনতিবিলম্বে তাকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।