এস এম রফিক মাহমুদ,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ডেসটিনি কলেজের ছাত্রছাত্রীদের সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে, সোনাপুর থেকে আক্তার মিয়ার সড়কে রাস্তার সংস্কার ও বাস সার্ভিস এর দাবিতে ডেসটিনি কলেজ ও মুন্সির হাট সড়কে মানববন্ধন করেছে। এই সড়কটি সুবর্ণচর উপজেলার পুর্ব অংশের প্রধান সড়ক এটি, এ এলাকায় স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ হাসপাতাল মুখি রোগী সহ সকলকে যাতায়াত করে, কিন্তু সড়কের সংস্কার না থাকায় চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে দীর্ঘ বছর ধরে, এ রাস্তার অতিব জরুরি ভাবে সংস্কার দরকার,
মানববন্ধনে ছাত্ররা বলেন আমরা এই রাস্তায় চলাচল করি কিন্তু রাস্তার অবস্থা ভাঙ্গা, খাদা খন্দ হয়াতে আমাদের প্রতিনিয়ত খুব সমস্যা হচ্ছে, এমতাবস্থায় সুবর্ণচর উপজেলা আক্তার মিয়ার হাট সড়কে র জরুরি সংস্কার দরকার,
এসময় উপস্থিত ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন রুবেল হোসেন চৌধুরী,মোহাম্মদ নোমান,হুমায়ারা, তানজিনা, শাহ নুর, এবং সামাজিক সংগঠনের মোস্তফা কামাল, তারেক আজিজ, দেলোয়ার হোসেন শরিফ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা, মানববন্ধনটি মোহাম্মদপুর মুন্সির হাট বাজার প্রদক্ষিণ করে ডেসটিনি কলেজ মাঠ এসে মিলিত হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।