মোঃ আবুল বাসার (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে ঢাকাস্থ 'সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে "মানুষ মানুষের জন্য" শ্লোগানের প্রত্যয়ে বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০) আগস্ট সকাল ১০ টায় সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণের মাধ্যমে কর্মসূচিটির উদ্বোধন করা হয়ছে। পরে উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতি'র সভপতি মোঃ নাজিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের সাবেক যুগ্ম সচিব ও ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক মোঃ হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, সুবর্ণচর উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট এ.বি.এম জাকারিয়া, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, জামায়েত ইসলামী সুবর্ণচর উপজেলার আমির মাও. জামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওঃ জামান উদ্দিন মুকুল, থানার হাট কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াসিন আলী, চরজব্বর ডিগ্রী কলেজে প্রভাষক মোঃ আবদুর রহিম,চরবাটা খাসেরহাট জামে মসজিদের খতিব মাওঃ আহছান উল্লাহ, ডেসটিনি কলেজের প্রভাষক মোঃআবদুল মোতালেব, সুবর্ণচর উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি মহিউদ্দিন মানিক, সাবেক সভাপতি হাবিব উল্লাহ, সাবেক সভাপতি হালিম উল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল, সাংগঠনিক সম্পাদক গোলাম কবির রতন, অর্থ সম্পাদক এডঃ আমজাদ হোসেন বাবর, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লু রহমান,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিন, চিকিৎসক মোঃ সিফাতুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বর্তমান সময়ে সুবর্ণচরের বিভিন্ন স্থানে জলবদ্ধতায় কবলিত এলাকা গুলোর অসহায় মানুষের কষ্টের কথাগুলো তুলে ধরেন। যেসব এলাকায় এখনো ত্রাণ পৌঁছায়নি এগুলো চিহ্নিত করে সেখানেও ত্রাণ পৌঁছানো ব্যাপারে আলোচনা হয়। পাশাপাশি সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতিকে নিজ উপজেলায় শেকড়ের টানে ত্রাণ বিতরণ করার জন্য সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ নাজিম উদ্দিন বলেন, আমরা আমাদের টিমের সদস্যদের মাধ্যমে এলাকা ভিত্তিক সমন্বয় করে আজকে ৭৬৫ টি পরিবারের মাঝে প্রায় ১ হাজার টাকা সমমূল্যের ত্রাণ সামগ্রী সরাসরি পৌঁছে দিয়েছি। উক্ত ত্রাণ বিতরন কার্যক্রমে শিক্ষার্থী আশিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী সার্বিক সহায়তা করেছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।