মোঃ আবুল বাসার,নিজস্ব প্রতিনিধি,নোয়াখালীঃনোয়াখালী সুবর্ণচর উপজেলার হাবিব উল্যাহ বাহার দোকান সংলগ্ন চর ওয়াপদা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু।
স্কুলের সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ইউসুফ গনির সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব নুরুল হুদা, চর ওয়াপদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক জাকের হোসেন, সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নাফ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চর ওয়াপদা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় টি এলাকার যুব সমাজের প্রচেষ্টায় ২০১১ সালে প্রতিষ্ঠিত হলে ও ২০২১ সালে করোনাকালীন সময়ে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়, সকলের সহযোগিতায় ২০২৪ সালে বিদ্যালয়টি পূণরায় চালু হয়, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এখনো হয়নি।
শিক্ষার মান বৃদ্ধি, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন বক্তাগন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।