রাজ উদ্দীন,নরসিংদী জেলা প্রতিনিধি।। তৃতীয় ধাপে সাথে থেকেছি। আমি কোন দলের নির্বাচনের তফসিল অনুয়ায়ী চেয়ারম্যান হয়নি। স্বতন্ত্র থেকে মির্জাপুর ইউনিয়ন ভোট গ্রহন হবে ২৮ নভেম্বর।সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের রায়ে বিপুল ভোটে পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আশা ব্যক্ত করেছেন, মির্জাপুর ইউনিয়নেরর বর্তমান চেয়ারম্যান মো. আসাদুল্লাহ ভূইঁয়া,।আসাদুল্লাহ ভুইঁয়া জানান,গত ৫ বছের মির্জাপুর ইউনিয়ন কোন ঝগড়া হয়নি।আমার আগে চেয়ারম্যান আমলে কতায় কথায় ঝগড়া ও মামলা হলেও আমার মেয়াদে উল্লেখযোগ্য কোন মামলা হয়নি।থানা থেকে তথ্য সংগ্রহ করলেই বুঝতে পারবেন মঞ্জুর এলাহীর মেয়াদ আর আমার মেয়াদে ঝগড়া ও মামলার আকাশ সম ব্যবধান,।বমি সাধারণ মানুষে নির্বাচিত হওয়ায় ৫ টি বছর কোন নেতার পূজা না করে জনগণের সেবা করে এসেছি।তবে আমার নেতা সাবেক মত্র্রী রাজিউদ্দীন আহমেদ রাজ এমপি।আসন্ন নির্বাচন সুষ্ঠু হলে এবং জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারলে ব্যাপক ভোটে নিরবাচিত হব বলে আমার বিশ্বাস। এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও স্বতন্ত্র ফরম সংহ্রহ করেছেন ৫ জন।তারা হলেন উপজেলা আওয়মীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো,মঞ্জুর এলাহী,উপজেলা কৃষকলীগের যুগ্ম সামারণ সম্পাদক মো,সাদেক মিয়া,বর্তমান চেয়ারম্যান আসাদুল্লাহ ভুইঁয়া ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো,রাজিবুল্লাহ খান রাজু।অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো আলতাব হোসেন,গতবার নৌকা প্রতীকে নির্বাচন করা সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহী এবারের নির্বাচন দলীয় প্রতীক নৌকা পায়নি।নৌকা পেয়েছেন। উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো,সাদেক মিয়া।নতুন মুখ হওয়ায় সাদেকের পক্ষে আসাদুল্লাহ কে পরাজিত করা অনেক কঠিন ও অসম্ভব হবে বলেই অনেকে মনে করছেন।তবে আগামী ২ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন হওয়ায় স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বাড়তে পারে বলেই ধারনা করা হচ্ছে।এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বর্তমান চেয়ারম্যান মো আসাদুল্লাহ ভুইঁয়া ও আলতাব হোসেন।আবার মঞ্জুর এলাগী ও নৌকা ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকবে বলে বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে।মির্জাপুরের বৃহদাংশ মাহমুদাবাদ গ্রামের ভোটাররা অবশ্য সাবেক ঠিকাদার মো, সাজ্জাদ হোসেন বাবুল কে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংক্ষগ্রহন জোড় দাবি জানাচ্ছেন। সাজ্জাদ হোসেন বাবুল এবং মঞ্জুর এলাহী প্রতিদ্বন্দ্বতা না করলে আসন্ন নির্বাচনে আসাদুল্লাহ ভুইঁয়ার বিজয় প্রায় নিশ্চিত বলেই মনে করছে সাধারণ মানুষ।তাছাড়া ন্যায় বিচার ও সুশাসনের জন্য মির্জাপুর আসাদুল্লাহ ভুইঁয়া র জনপ্রিয়তা ও আকাশ ছোঁয়া।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।