মোঃ আবুল বাসার,নিজস্ব প্রতিনিধি,নোয়াখালীঃ নোয়াখালীর সেনবাগ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ আব্দুর রহিম ওরফে মামুন (৩২)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্য মায়ানি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ফেনীর দাগনভূইয়া থানাধীন সিলোনীয়া বাজারের পশ্চিম পাশে চৌধুরী বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়,গত ২৪ ডিসেম্বর রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানাধীন ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ফেনী-নোয়াখালী মহাসড়কের দক্ষিণ পাশে সেবারহাট পূর্ববাজার এলাকার একটি ফার্নিচার দোকানের সামনে খোলা জায়গায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন অভিযুক্ত ব্যক্তি।
সংবাদের সত্যতা যাচাই শেষে এসআই (নি.) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।