অনাথ মণ্ডল,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নূরনগর ইউনিয়নের সৈয়দালীপুর সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরে প্রতি বছরের ন্যায় এবার ১৯ তম অষ্ট প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবু মহাদেব চন্দ্র মন্ডল এর আয়োজনে সৈয়দালীপুর সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ৬ই এপ্রিল বুধবার মঙ্গলঘট স্থাপন,৭ই এপ্রিল বৃহস্পতিবার ভোর থেকে মহানাম সংকীৰ্ত্তণ শুরু হয় এবং ৮ই এপ্রিল শুক্রবার নগর পরিক্রমা , কুঞ্জভঙ্গ ও মহোৎসব এর মধ্য দিয়ে মহা নামযজ্ঞের সমাপ্তি হয়।
উক্ত মহা নামযজ্ঞে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কিরণ শংকর চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক রনজীত দেবনাথ, আহবায়ক অনাথ মণ্ডল, যুগ্ম -আহবায়ক সুজন কুমার দাশ(হিন্দু বিবাহ রেজিস্ট্রার), হিমাংশু মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, এ্যাডভোকেট চঞ্চল কুমার ঘোষ,দলীল লেখক রাজীব রায় চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক বাবু লাল মন্ডল, দেবব্রত মন্ডল প্রমুখ।
নামামৃত পরিবেশনায় করেন, আদি রামকৃষ্ণ সম্প্রদায়, মাষ্টার বাবু অমল (বাগেরহাট), নিত্যানন্দ সম্প্রদায় মাষ্টার বাবু প্রিয়নাথ (খুলনা), স্বামী বিবেকানন্দ সম্প্রদায় মাষ্টার বাবু হরিদাস (খুলনা), বন্ধু সুন্দর সম্প্রদায় মাষ্টার ক্ষিতিষ চন্দ্র মন্ডল (খুলনা), নন্দ কিশোর সম্প্রদায় মাষ্টার বাবু সাধন (সাতক্ষীরা)।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।