মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা শাহজিবাজার এলাকায় অবস্থিত বাদশা পাইওনিয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন।
শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে ঊর্মী আক্তার (২০), নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম (৩২), এবং বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)।
মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান, সকালে তিন নারী শ্রমিক একটি টমটমে করে কর্মস্থলে যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে অজ্ঞাত একটি গাড়ি তাদের বহন করা টমটমে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে টমটমটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই তিন নারী প্রাণ হারান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই অজ্ঞাত গাড়ির চালক পালিয়ে যান। তাকে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটিকে শনাক্ত করতে পুলিশের তৎপরতা চলছে।
এ মর্মান্তিক দুর্ঘটনার পর কারখানার শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়ে এবং ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ দুর্ঘটনা ঘন কুয়াশা এবং সড়কে নিরাপত্তাহীনতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। স্থানীয় বাসিন্দারা মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি এবং পর্যাপ্ত আলোক-ব্যবস্থার অভাবের সমাধানের দাবি জানিয়েছেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।