হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল ও বাইসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় আলহাজ্ব ফজলুর রহমান(৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন গড়ভবানিপুর (ফাজিলপুর) গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। তিনি ফাজিলপুর বড় মসজিদের মুয়াজ্জেম ছিলেন বলে এলাকা বাসি সুত্রে জানাগেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় তালুকদার পাড়া গ্রামের পাকা সড়কে। জানাযায় তিনি বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে কাঠালডাঙ্গী বাজারে য়াওয়ার পথে পাকা সড়কে ওই স্থানে বিপরিত দিক থেকে চালিয়ে আশা মোটরসাইকেলর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুত্বর ভাবে আহত হন। সংবাদপেয়ে তার পরিবারের লোকজন ঘটনা স্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রানীসংকৈল হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হরিপুর থানার ভারপ্রাপ্ত ওসি শরিফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। অভিয়োগ পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।