নিজস্ব প্রতিবেদন।।চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতিমা মাঠের সামনে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার ওসি মনিরুজ্জামান।
মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিপ্লব(২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা(১০), দীপ(৩) ও দিগন্ত(৩)।
তাদের প্রত্যকের বাড়ি চন্দনাইশ থানার মোহাম্মদপুর ধোপপাড়ার মাস্টার বাড়ি বলে জানা গেছে। তারা উভয়ই ফটিকছড়ি উপজেলা লেলাং বনিকপাড়ায় সৎকার করতে যাচ্ছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রামগামী বাস নাজিরহাটগামী সিএনজি গাড়ি কে চাপা দিলেই ঘটনাস্থলে তিনজন নারী ও তাদের তিন শিশু সন্তান এবং একজন পুরুষসহ ৭ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজন কে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে র্যাব, ফায়ার সার্ভিস ও পুলিশ উপস্থিত রয়েছেন।
হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। লাশগুলো উদ্ধার করে সুরতহাল নির্ণয়ের পরে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনা বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।