ডেস্ক রিপোর্টঃ
নাটোরে একটি বেসরকারি হাসপাতালের নিজ কক্ষ থেকে ডাক্তার এ এইচ এম আমিরুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুরে শহরের মাদরাসা মোড় এলাকার জনসেবা হাসপাতালে তার নিজ কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী ও নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির সভাপতি। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।
নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে জেলা পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করছি, এটা একটি হত্যাকাণ্ড। পুলিশ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।