২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কারও বিরুদ্ধই অপরাধ প্রমাণিত হয়নি বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এস এম শাজাহান।
বুধবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে আলোচিত এ মামলার চতুর্থদিনের আপিল শুনানি শেষে এমনটা জানান এই মামলার আসামি পক্ষের আইনজীবী এস এম শাজাহান।
তিনি বলেন, সাক্ষ্য আইনেও মামলাটি প্রমাণ হয়নি। দীর্ঘদিন ধরে শুধু মাত্র স্বীকারোক্তির ওপর ভিত্তি করে কোন মামলা চলতে পারে না। তাই, এই মামলার গত বছরের ১ ডিসম্বরে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।