ডেস্ক রিপোর্টঃ গত ২৪ ঘণ্টায় ২২৪ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৬৫জন। অক্টোবরের ৯ দিনে ১ হাজার ৭২১ জন,সেপ্টেম্বরের ৭ হাজার ৮৪১ হাসপাতালে ভর্তি হয়েছেন। আগস্ট ৭ হাজার ৬৯৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। ডেঙ্গু জ্বরে এ বছর এখন পর্যন্ত মারা গেছেন ৭৩ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে
নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৭৩ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৭৯০জন।
অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৮৩জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৯ হাজার ৯১৮ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৮হাজার ৮৭২জন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।