আব্বাজানের স্মৃতি সব আমার মনে পড়ে,
শৈশব কৈশোর কাটে মোর তারই ঘরে।
বেড়েছি তাঁর আদর, সোহাগ,সত্য- শাসনে,
বাবার চেয়ে নেই বড়ো কেহ এ হৃদয়াসনে।
বাবা তুমি মিশে আছো সুখ- দুঃখ আনন্দে!
ভাসে তোমার স্মৃতি সব জীবনের ছন্দে ছন্দে।
শোনি তোমার প্রণয় গীতি সমাজের সবখানে,
আজীবন তা বয়ে যাবে এ মন ও প্রাণে।
শোনেছি তোমার তেলাওয়াত দেখেছি জায়নামাজে,
সবারই মান্য সবারই গন্য, ছিলে সঠিক কাজে।
দু'হাত তুলে করি ফরিয়াদ কাঁদি সারাক্ষণ!
জায়নামাজে কাঁদি গো আমি কাঁদে আমার মন!!
প্রভূর কাছে এই মিনতি জান্নাতে থাকো তুমি,
কাল হাশরে যেনো গো তোমার নূরের কপাল চুমি।
স্মৃতিচারণে - শোকাহত পরিবার বর্গ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।