বঙ্গ জননী অনন্ত রূপের পশরা
ষড় ঋতুর আল্পনা শুধু বাংলা ভরা।
বাংলায় ফাগুন-চৈত্র বসন্ত আগত
ঋতুরাজ বসন্ত প্রকৃতি বিচিত্র।
বাসন্তী রঙে রাঙায় বঙ্গ মহাবন
বঙ্গে সুগন্ধী বিলায় মলয় পবন।
কৃষ্ণচূড়া,রাধাচূড়া,শিমুল,অশোক
স্বর্ণকমল,মালতী,পলাশ,বাসক।
হাসনাহেনা,মাধবী,মাদার,মল্লিকা
কাঁঠালচাঁপা,পারুল,বনোসা,যূথিকা।
কোকিলের কুহুতান,ঝিঁ ঝিঁ-এর গান
বৌ কথা কও,চোখ গেল,অলির গুঞ্জন।
মানুষ, প্রকৃতি সাজে বাংলার বসন্তে
কবি মন আকুলিত রঙিলা বসন্তে।
বঙ্গকবি নিত্যানন্দ কয় সর্বজনে
গোপনেই আসে প্রেম বসন্ত অঙ্গনে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।