,

রমজাননগর ইউনিয়নে আশ্রয়কেন্দ্র ব‍্যবস্থাপনার উপর ওরিয়েন্টেশন প্রদান

শ্যামনগর প্রতিনিধি: রমজাননগর ইউনিয়ন পরিষদে ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে রমজাননগর ইউনিয়নের আশ্রয়কেন্দ্র ব‍্যবস্থাপনা কমিটি নিয়ে অপসারণ,উদ্ধার ও আশ্রয়কেন্দ্র ব‍্যবস্থাপনার উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ০৭ মার্চ ২০২৪) সকাল ১০ টায় রমজাননগর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে রমজাননগর ইউনিয়নে ১৪ টি সাইক্লোন সেল্টার ম‍্যানেজমেন্ট কমিটি থেকে মোট ৩৫ জনকে নিয়ে অপসারণ,উদ্ধার ও সেল্টার ব‍্যবস্থাপনার উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। রমজাননগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ আল মামুন সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ও শুভ উদ্বোধন করেন। আলোচনা সভায় অংশগ্রহণকারীগণ ইউনিয়ন এর বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা তুলে ধরেন এবং সিদ্ধান্ত গ্ৰহণ করেন । প্রশিক্ষণ পরিচালনা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা তিনি অনুসন্ধান,উদ্ধার, অপসারন ও দুর্যোগের সংকেত সমূহ নিয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন‍্যান‍্য সদস্য বৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *