,

সব কিছু ভাগ হয় কিন্তু শিক্ষা ভাগ হয় না স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে কাঁচপুরী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ হাজী নোয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পূর্ববক্সনগর এলাকায় উক্ত স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ জয়নাল হাজারী। অনুষ্ঠান উদ্ভোধন করেন কাউন্সিলর আলহাজ্ব ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ কাঁচপুরী। প্রধান অতিথিসহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ জয়নাল আবেদীন, বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক মোঃ খোরশেদ আলম নাদিম ভুঁইয়া, কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, সারুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাফিজা আক্তার উর্মি, সিনিয়র শিক্ষক হাছান আলীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিক শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথি হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন, সব কিছু ভাগ হয় কিন্তু শিক্ষা ভাগ হয় না। আমি অত্যন্ত আনন্দ ও গর্বিত শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার জন্য প্রতি বছর ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান করে থাকে এ জন্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাসহ শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের সাথে জড়িতদের জানাই আন্তরিক অভিনন্দন। প্রধান অতিথি আরও বলেন শিক্ষা মানুষকে আলোর পথ দেখায় তাই শিক্ষাই জাতির মেরুদন্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাহান মিন্টু, হাজী মোঃ খলিলুর রহমান, মোঃ জিয়াউর রহমান মজুমদার, রেজাউল হক ভুঁইয়া, মফিজুল ইসলাম খান, বাবুল খান, কবির প্রধান, মোক্তার হোসেন, হাবিবুর রহমান সবুজ, সৈকত সরকার, আহাদুল্লাহ, আসাদুল হক, ফাইজুর রহমান সুমন ও সাইদুর রহমান সাঈদ। বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *