,

সাইনবোর্ডে ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে, অবৈধ গাড়ী ছাড় নয় : টিআই জিয়া

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতা ছিলো চোঁখে পড়ার মত। গত কয়েদিনে শিক্ষার্থীদের আন্দোলনে নড়েচড়ে বসেছেন প্রশাসন। সাইনবোর্ড এলাকায় দৈনিক ৭০ থেকে ৮০ টা পর্যন্ত মামলা করছেন ট্রাফিক পুলিশ। টিআই মোহাম্মদ জিয়াউল করিমের নেতৃত্বে ট্রাফিক পুলিশ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে লাইন্সেস এবং ফিটনেস বিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করছেন। স্বরজমিনে সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাফিক পুলিশ এবং স্কাউটের ছাত্ররা মিলে বিভিন্ন যানবাহন থামিয়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র চেক করছে। তবে সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতা দেখে সাধারন পথচারী এবং যাত্রীরা স্বস্তির নিঃশ^াস ফেলছে। ট্রাফিক পুলিশের টিআই মোহাম্মদ জিয়াউল করিম বলেন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। যাদের গাড়ীর কোন ধরনের বৈধ কাগজ নাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ কোন ধরনের যানবাহনকে ছাড় দেওয়া হবে না। টিআই আরো বলেন, আমার আন্ডারে দৈনিক ৭০/৮০ টি মামলা হচ্ছে। পথচারীরা বলেন, টিআই জিয়াউল করিম সাইনবোর্ড যোগদান করার পর থেকে এ এলাকার যানজট নিরাসনের ব্যাপক উন্নতি হয়েছে। মেধা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন টিআই জিয়াউল করিম। পাশাপাশি টিআইর অধীনে সার্জেন্ট আসাদ, শামীম, এটি এসআই হারুনসহ সকল পুলিশ সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের প্রচেষ্টা পথচারী এবং যাত্রীদের প্রতিটি মূহুর্ত পথচলা আরো সুন্দর হবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *