,

আশাশুনিতে নানা আয়োজনে জাতীয় ঐতিহাসিক ৭ মার্চ পালন

আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনিতে নানা আয়োজনে জাতীয় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে আশাশুনি উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা পরিষদ ও নবাগত আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খাঁন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। বেলা ১১ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ’র ভাষন সম্প্রচার করা হয়। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খাঁনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বাঙালির অধিকার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ঘোষণা দেন।ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় ভাবে পালিত হওয়ায় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, অধ্যক্ষ মিজানুর রহমান, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক সেলিনা আক্তার প্রমূখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি, শিশুদের চিত্রাংকনসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *