,

আশাশুনির শ্রীউলায় সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি:আশাশুনির শ্রীউলা ইউনিয়নে মাদক সন্ত্রাস, জঙ্গীবাদ নারী নির্যাতন ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ইউনিয়নের ৭নং বিট নাকতাড়া কালীবাড়ি কালী মন্দির প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আশাশুনি থানা পুলিশের আয়োজনে সভাপতিত্ব করেন, শ্রীউলা ইউপি’র চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দীপু। মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসান এর সঞ্চালনায় সমাবেশে থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) তার বক্তব্যে বলেন, মানুষের জানমাল ও নিরাপত্তার দায়িত্ব পুলিশের। পুলিশ মানুষের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদা কাজ করে যাচ্ছে। কোথাও কোনো দূর্নীতি অনিয়ম হচ্ছে কিনা তা আপনারা পুলিশকে জানাবেন। পুলিশ আপনাদের ২৪ ঘন্টা সেবা দিয়ে যাবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা আমাকে মুঠোফোনে জানাবেন সঙ্গে সঙ্গে আমি তার ব্যবস্থা নেব। বর্তমানে উপজেলায় সারারাত ব্যাপী পুলিশের টিম ডিউটি করছে। যাতে আপনারা শান্তিতে ঘুমাতে পারেন। এছাড়া এলাকা থেকে মাদক, জুয়া, জঙ্গি, সন্ত্রাস, চুরি, বাল্যবিবাহ সহ সকল প্রকার অন্যায় দুর্নীতি নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ হাজার হাজার বছর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিতে বসবাস করে আসছে। এ ভূখণ্ডে বিভিন্ন সময়ে নানান ধর্ম, ভাষা ও সাংস্কৃতির মানুষ আছে এবং সকলেই তাদের নিজ নিজ ধর্ম নিজস্বভাবে পালন করেছে। এসব কাজে একে অপরের পাশে থেকে সহযোগিতা করা হয়েছে। আমরা এখন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বাস করছি। তাই সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করব। সামনে মুসলিম জাতির সবচেয়ে বড় উৎসব “ঈদুল ফিতর” ঈদুল ফিতরের আনন্দঘন একটি মুহূর্ত। সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে। অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, বিট অফিসার এসআই নবাব আলী, এ এসআই শেখ রিয়াজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আমির জোয়াদ্দার, কলিমাখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা আলাউদ্দিন লাকি, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও শিক্ষক পলাশ, ইউপি সদস্য বন্দ, শিক্ষকবৃন্দসহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *