,

কপিলমুনিতে ট্রলির কারণে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি, ঘটছে দুর্ঘটনা।স্থানীয় পুলিশ নির্বিকার

এস,কে আলীম,কপিলমুনি খুলনাঃ কপিলমুনিতে ট্রলির কারণে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি আর দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী সহ অন্যান্য যানবাহন।মৃত্যুর পাশাপাশি বহু লোক পঙ্গুত্ব বরণ করেছে ট্রলি দুর্ঘটনায়।দীর্ঘদিন ট্রলি নামক এই ভয়ংকর যানের বেপরোয়া চলাচলে স্থানীয় পুলিশ প্রশাসন নির্বিকার থাকায় নিয়ন্ত্রণে নেই এরা।অদক্ষ,অপটু ও শিশু কিশোররা এর চালক হওয়ায় খুব বিপদজনক হয়ে উঠেছে এ যানটি।ইট,বালু,রড সিমেন্ট ও অন্যান্য দ্রব্য ধারণ ক্ষমতার বাইরে বোঝাই দিয়ে এরা ছুটে চলছে এখানে ওখানে। এ যানগুলোর চাকার বিট গুলো অপেক্ষাকৃত বড় বড় হওয়ায় রাস্তার প্রভূত ক্ষতি হচ্ছে।পিচ কিম্বা ঢালাই রাস্তার ক্ষতি হলেও ব্যাপক ক্ষতি হচ্ছে ইটের রাস্তা গুলো।নিমিষেই ইট ভেঙ্গে চূর্নবিচূর্ন হচ্ছে।কপিলমুনি সহ এর আশপাশের ইটের সোলিংয়ের রাস্তা গুলো ট্রলি চলাচলের কারণে মারাত্মক ক্ষতির সম্মুখিন হয়েছে।রাস্তায় বিছানো ইটের সোলিং অল্পদিনেই নষ্ট হচ্ছে ট্রলির কারণে।কপিলমুনির হাউলীর ইটের রাস্তাটি বেহাল হয়ে পড়ে আছে দীর্ঘদিন যাবৎ।শুধু রাস্তা নষ্ট নয় ট্রলি গুলো যত্রতত্র দুর্ঘটনায় কবলিত হচ্ছে।জানাযায়, এই যানের কাঠামোগত কারিগরি ত্রুটি রয়েছে।যার ফলে নির্দিষ্ট জায়গায় ইচ্ছামত এর গতি নিয়ন্ত্রন করা যায়না।একারণে অহরহ দুর্ঘটনা ঘটেই চলেছে।একদিকে রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি অন্যদিকে প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে এই যান চলা চলের উপর বিধি নিষেধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকার্ষণ করেছেন সচেতন মহল।তারা আরও দাবি জানিয়েছেন,শিশু কিশোর ও অদক্ষ চালকরা যেন ট্রলি চালানো থেকে বিরত থাকে তার প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *