,

কয়রায় সংসদ সদস্যার প্রতিশ্রুতির বাস্তবায়ন পানির ট্যাংকি বিতরণ

মোঃ আল-আমিন,কয়রা(খুলনা)প্রতিনিধিঃকয়রায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দরিদ্র মানুষের মাঝে পানির ট্যাংকি বিতরন করে প্রতিশ্রুতির বাস্তবায়ন করলেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। তিনি নির্বাচন পরবর্তী সময়ে আমাদী ইউনিয়নের পাটুরিয়া গ্রামে এক কৃষক সমাবেশে উপস্থিত হলে গ্রাম বাসী খাবার পানির সংকটের কথা উল্লেখ করে সংসদ সদস্যার নিকট পানির ট্যাংকি দাবী করেন । সে সময় সংসদ সদস্য ওই গ্রামে কত পরিবার মানুষ বসবাস করেন জানতে চাইলে গ্রামবাসী জানান ৩৭টি পরিবার । পরে সংসদ সদস্য খাবার পানির সংকটের বিষয়টি আমলে কৃষি প্রধান এলাকা হিসাবে ৩৭ টি পরিবারের জন্য পানির ট্যাংকি দেয়া হবে বলে ঘোষনা দেন। গত শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উক্ত পানির ট্যাংকি বিতরনের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা জনস্বান্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহম্মেদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংসদ সদস্য প্রতিশ্রুতি অনুযায়ী পাটুরিয়া গ্রামের ৩৭ পরিবার ও ৫১ জন বীরমুক্তি যোদ্ধাদের মাঝে পানির ট্যাংকি বিতরন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মেহেদী হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, এসএম বাহারুল ইসলাম ,মোড়ল আছের আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *