এম এন বিঃ দেশে একদিনে করোনায় আরও ১৯৫ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৪৬ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭৮০ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। এ যাবতকালে একদিনেন সর্বোচ্চ। এটা চলতি জুলাই মাসের ২২ তারিখে ছিল ৩২ দশমিক ১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭২৩জন এবং এখন পর্যন্ত ৯ লাখ ৮৮হাজার ৩৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬৩৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৩৬টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৪ লাখ ১৭ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply