,

কালিগঞ্জে মহান স্বাধীনতার দিবস পালন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শাহাদাত হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃদেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন ঠিক তখনই দেশবিরোধী শত্রুরা নানাবিধ অপপ্রারে লিপ্ত। দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে যারা তাদেরকে চিহৃিত করতে হবে এবং তাদেরকে সম্মিলিত ভাবে প্রতিহত করতে হবে। সুতারং বর্তমান সরকারের অর্ভুতপুর্ব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সার্বিক সহযোগীতা করতে হবে। আমি সৌভাগ্যবান এইজন্য যে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আজ কথা বলতে পারছি। আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে চাই, মানুষকে উন্নয়নের চিত্র তুলে ধরতে চাই। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ আ,ফ,ম রুহুল হক। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠের মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার রোকনুজ্জামান বাপ্পী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাতক্ষীরা জর্জকোটের এপিপি এ্যাডঃ মেক মোজাহার হোসেন কান্টু, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব গাজী শওকাত হোসেন, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা বিশিষ্ট আইনজীবি জাফরুল্যাহ ইব্রাহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, শিক্ষক মন্ডলী ও সুধীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন “ আসুন দেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে উন্নত দেশে পরিনত করি। তিনি নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনা ছড়িয়ে ভালো মানুষ হওয়ার জন্য দেশ প্রেমিক হওয়ার জন্য আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *