,

কালিগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক বিভিন্ন কর্মসুচী অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা পরিষদের আয়োজনে বুধবার (২ মার্চ) বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর অধ্যাপক আফসার উদ্দিন আহমেদ বাবলু, মুক্তিযুদ্ধে বীরত্বের গল্প বলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলার সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ।পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রদান করেন কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পরমা দাস ও পিউ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিক্ষিকা কনিকা সরকার, ফারিয়া তাবাসুম তনু ও জাহাঙ্গীর হোসেন। সরকারি কর্মকর্তা , মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *