,

কৃতজ্ঞতা_স্বীকার : আলহাজ্বব আবু সালেহ বাবু

কৃতজ্ঞতা_স্বীকার

প্রিয় আটুলিয়া ইউনিয়নবাসী,
সালাম ও প্রাণঢালা অভিনন্দন।আমি আলহাজ্ব আবু সালেহ বাবু, চেয়ারম্যান,১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ। মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমার প্রার্থনা এই যে,আপনারা সুখি সমৃদ্ধশালী জীবন যাপন করছেন এটা আমার দীর্ঘ প্রত্যাশা। আমি আমার বর্ণাঢ্য ছাত্রজীবনে স্কুল-কলেজ,বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করে কর্ম জীবনে পদার্পণ করার পর ভালোই ছিলাম। মহান আল্লাহর সৃষ্টির সেবার ব্রত নিয়ে ঐতিহ্যবাহী আটুলিয়া ইউনিয়নে হাওয়ালভাঙ্গী গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করিয়াছিলেন জি.এম আব্দুল কাদের। যতক্ষণ আমার শ্রদ্ধেয় পিতার সান্নিধ্যতা পেয়েছি, ততক্ষণ তাকে জানার চেষ্টা করেছি। তিনি আমাকে যেটা শিখিয়েছিলেন আল্লাহর সৃষ্টির সেবা করা।তিনিও তাহার জীবদ্দশায় তাহার জীবনের সকল সকল অর্জন ত্যাগ-তীতিক্ষা তাহার জীবনের সুখ বিলাস বিসর্জন করিয়া আটুলিয়া ইউনিয়নের দুঃখী,অত্যাচারিতা, নির্যাতিত, নিপীড়িত মানুষের বিরামহীন সেবা করিয়াছেন। আটুলিয়া ইউনিয়নের বিভিন্ন প্রান্তে নিজের হস্তে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়াছেন। তাহার সুফল আটুলিয়া ইউনিয়ন,শ্যামনগর বাসীসহ সমগ্র দেশবাসী উপভোগ করিতেছে। তিনি ১৯৮৮সাল হইতে ২০০৮সালের ১২ই জুন পর্যন্ত দীর্ঘ ২০বৎসরের সফল চেয়ারম্যান ও আলোকিত আটুলিয়ার রুপকার, বিশিষ্ট শিক্ষানুরাগী হিসাবে আমৃত আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের (প্রথম নির্বাচিত) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।১২ই জুন ২০০৮,রাত্র আনুমানিক ৯.৩০ মিনিটের সময় নিজ বাড়িতে বিদ্যুৎপিষ্ট হয়ে আটুলিয়া ইউনিয়ন বাসীকে শোক সাগরে ভাসিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন। তাহার মৃত্যুর পর আমি মোঃ আবু সালেহ বাবু আটুলিয়া ইউনিয়নবাসীর পূর্বের ন্যায় অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, অসহায় অবস্থা কাল দেখিয়া বিবেকের তাড়নায় আমার পিতার কথা স্মরণ করিয়া তাহার সকল অর্জন বিলীন হওয়াকে রক্ষা করিবার জন্য আপনাদের মতামত ও সার্বিক সহযোগিতার ভিত্তিতে বিগত ২০১৬ সালের ২২শে মার্চ আপনাদের সার্বিক সমর্থনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হইয়াছিলাম। আমার পিতার অসমাপ্ত উন্নয়ন কাজের হাল ধরিবার সুযোগ পেয়ে অদ্যাবধি,ন্যায়-নীতি,সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে আপনাদের আন্তরিক পরামর্শ ও সাহায্য সহযোগিতা নিয়া আটুলিয়ার প্রত্যেক প্রান্তে স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, উন্নয়নমূলক প্রতিষ্ঠান, মসজিদ,মন্দির, বিভিন্ন উপাসনালয়,ওয়াপদা বেড়িবাঁধ, রাস্তাঘাট,হাট-বাজারের অবকাঠামো,ব্রীজ-কালভার্ট, বিভিন্ন ভাতা সহ ইউনিয়নের সার্বিক উন্নয়নের কাজ ও মেহনতি মানুষের সেবা করিবার চেষ্টা করিয়াছি।যাহা মডেল ইউনিয়ন গড়ার পথে, অন্যান্য ইউনিয়নের তুলনায় অত্র ইউনিয়নের রুপরেখা এবং উন্নত পরিবেশে পরিবর্তন করিবার চেষ্টা করিয়াছি। আমি আমার জ্ঞান মতে কাহারো সাথে কোন প্রকার খারাপ ব্যবহার বা কষ্টদায়ক কাজ করিনাই। উপকার না করিতে পারিলেও কাউকে ক্ষতি করি নাই‌। চেষ্টা করিয়াছি সকল স্তরের মানুষের সাথে সৎ ব্যবহার সহ সম্মান ও শ্রদ্ধা করিবার। তাহার পরেও চলিবার পথে বিভিন্ন সময় ভুল হইতে পারে বা হইয়াছে।ইহার জন্য আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করিতেছি। আমার সাথে কাহারও সহিত ব্যক্তিগত বা যে কোন বিষয় কোন বিরোধ,দ্বন্দ্ব,মনোমালিন্য, হিংসা বা শত্রুতা নাই। যদি কেউ আমার ব্যবহারে মনে কষ্ট পাইয়া থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সঠিক পথে চলিবার পরামর্শ সুযোগ করিয়া দিবেন।

শেষ কথাঃ- বিগত দিনের ভুলত্রুটি ক্ষমা করিয়া আগামীতে কিভাবে আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখিতে পারি সেজন্য যদি আগামীতে আল্লাহর রহমতে সময় সুযোগ পাই তাহা হইলে আপনাদের সকলের সাথে নিয়া অবশিষ্ট কাজ ও সেবা করবে ইনশাল্লাহ। আপনাদের সুখে-দুখে পাশে আছি এবং আগামীতে ইনশাল্লাহ থাকিব এই প্রত্যাশা কামনা করি।অবশেষে আটুলিয়া ইউনিয়ন বাসীর সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা-

ধন্যবাদাস্তে

আলহাজ্বব আবু সালেহ বাবু চেয়ারম্যান

১০নংআটুলিয়া ইউনিয়ন পরিষদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *