ডেস্ক রিপোর্টঃ গত ৯ জুলাই শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সুমনকে। সেখানে করোনা ধরে পড়লে এইচডিইউতে স্থানান্তর করা হয় তাঁকে। এক সপ্তাহ সেখানে চিকিৎসাধীন থাকাকালে গত শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় সুমন-এর মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমন-এর মৃত্যু হয়েছে। ১০-১২ দিন আগে সুমন বাবার সংগে গরু কিনতে বাজারে যান। বাড়ি ফিরে সেদিন রাতেই জ্বর হয় এবং এই জ্বরই কেড়ে নেয় সুমনের জীবন।
কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নের সাতপাড়া গ্রামে সুমন-এর বাড়ি। তাঁর বাবার নাম আমিরুল ইসলাম।
সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
সুমন-এর মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply