,

ভোট সুষ্ঠু হচ্ছে: রিফাত, জয়ের আশা কায়সারের

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। ভোট দেওয়ার পর রিফাত তার প্রতিক্রিয়ায় বলেছেন, ভোট সুষ্ঠু হচ্ছে। আর সুষ্ঠু ভোট হলে নিজের জয় নিশ্চিত বলছেন কায়সার।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের চার নম্বর বুথে ভোট দেন কায়সার এবং তার কিছু সময় পর একই কেন্দ্রের এক নম্বর বুথে ভোট দেন রিফাত।
ভোট দেওয়া শেষে স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সার অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে বুথ কম রাখা হয়েছে। আগের নির্বাচনে ছয়টি বুথ রাখা হলেও এখন তিনটি দেখা গেছে। ফলে ভোটগ্রহণে ধীরগতি হতে পারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি দেখছেন বলে জানিয়েছেন।’

কায়সার আরও বলেন, ‘সব কেন্দ্রেই আমার এজেন্ট দিতে পেরেছি। এ নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি। সুষ্ঠু ভোট হলে আমার জয় নিশ্চিত।’

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিফাত বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কেন্দ্রে বুথ কমিয়ে দিলেও আমার মাথা ব্যথা নেই। বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। তবে আমি নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *