,

শ্যামনগরে কমিউনিটি বেইজ নিরাপদ পানি ও স্যানিটেশন অবকাঠামো পরিচালনা ও রক্ষনাবেক্ষন কমিটির প্রশিক্ষন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ অক্সফামের কারিগরি ও আর্থিক সহযোগীতায় ও সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে আটুলিয়া ও। বুড়িগোয়ালিনী ইউনিয়নের ওয়াশ অবকাঠামো (পিএসএফ, ডিস্যালাইনেশন প্লান্ট, প্রত্যাশা স্যানিটেশন সেন্টার ও সুন্দরবন হাইজিন সেন্টার) এর কেয়ারটেকার ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে দিন ব্যাপী কমিউনিটি বেইজ নিরাপদ পানি ও স্যানিটেশন অবকাঠামো পরিচালনা ও রক্ষনাবেক্ষন কমিটির প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার আড়পাংগাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেনের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষন কর্মশালাটি সঞ্চালনা করেন সুশীলন রি কল-২০২১ প্রকল্পেরর প্রকল্প ইন্জিনিয়ার শামিম হাসান। এসময় তিনি ওয়াশ অবকাঠামো টেকসই করার জন্য বিভিন্ন কৌসলের কথা তুলে ধরেন এবং কেয়ারটেকার ও ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সকলকে অবহিত করেন। কমিটির সদস্যরা প্রশিক্ষন শেষে একমত পোষন করেন যে অবকাঠামো টেকসই করার জন্য তারা নিয়মিত টাকা উত্তোলন করবে ও অবকাঠামোর নিজস্ব ব্যাংক এ্যাকাউন্টে জমা করবে যাহা অবকাঠামোগত রক্ষনাবেক্ষনের কাজে ব্যয় করা হবে। প্রশিক্ষনটির সহযোগীতায় ছিলেন রি কল-২০২১ প্রকল্পের এফ,এফ দিবাকর ঘোষ, শহীদুল ইসলাম ও মীর হাছিবউল্যাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *