,

শ্যামনগরে দলিত প্রান্তিক নারীদের ইনফর্মেশন বুট ক্যাম্প অনুষ্ঠিত

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগরে বাংলাদেশের প্রেক্ষাপটে দলিত ও প্রান্তিক নারীদের তথ্যে প্রবেশ অধিকারমূলক
ইনফরমেশন বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ মে সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কার্টার সেন্টারের অর্থয়নে ও অগ্রগতি সংস্থার সহযোগিতায় বুথ ক্যাম্পে উপস্থিত ছিলেন,উপজেলা সসিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার,সমাজ সেবা অফিসার মোঃ আরিফুজ্জামান, প্রাণিসম্পদ অফিসার মোঃ জহিরুল ইসলাম,উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকতা জাহানার খাতুন।
এসময় আরো উপস্থিত ছিলেন,অগ্রগতি সংস্থা স্টাফ বালংদেশের প্রেক্ষাপটে দলিত ও প্রান্তিক নারীদের তথ্যে অধিকার প্রবেশমূলক প্রকল্পের প্রোজেক্ট কোঅরডিনেট আল মামুন,এ্যাকাউনটেন্ড আব্দুর রহিম, ফিল্ড ফ্যাসিলেটেটর জাহিদা জাহান মৌ,নার্গিস সুলতানা,ইয়ুথ কি ইনফরমেন্ট ফিরোজ আহমেদ, শরীফা খাতুন,নাজিয়া সুলতানা,নাদিয়া সুলতানা সহ বিভিন্ন পযার্য়ের নারীর।
প্রান্তিক এবং দলিত নারীদের তথ্যে অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের সঠিকভাবে জানার লক্ষে আর টি আই আবেদনের পদ্ধতিতে আবেদন করেন উপজেলার বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে এবং ৫০জন নারী আবেদনের মাধ্যমে আবেদন করে সরাসরি তথ্য পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *