মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলা ১নং চরজব্বর ইউনিয়নের পরিস্কার বাজার সংলগ্ন এলাকায় এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার বর্জ্য ও দূষিত পানিতে কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে। আশপাশের খাল-বিলের পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। মরে যাচ্ছে প্রাকৃতিক মাছ। কারখানার ঝুট-বয়লারের বিষাক্ত ধোঁয়ায় চর্ম ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী।
কৃষক উপলাল চন্দ্র নাথ, বিজয় লাল চন্দ্র নাথ, অর্জুন চন্দ্র নাথ, নরেন্দ্র চন্দ্র নাথ, আবুল খায়ের আব্দুল খালেকসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,
এজি এগ্রো গ্রুপের কারখানা শুরু থেকেই পরিবেশ আইনের তোয়াক্কা করছে না। প্রতিষ্ঠানটির বিষাক্ত কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। কারখানার দূষিত পানি আশপাশের ফসলি জমিসহ খাল-বিলের পানিতে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। মরে যাচ্ছে প্রাকৃতিক মাছ। এ কারণে প্রায় ৩০ একর কৃষিজমিতে ফসল জ্বলে নষ্ট হয়ে গেছে, দেশীয় মাছ টেংরা, পুঁটি, কই, শিং মাছ এখন বিলে নেই বললেই চলে।
চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু কাউছার জানান, এজি এগ্রো ইন্ডাস্ট্রিজের কারখানার বর্জ্যের কারণে কৃষকের ধান নষ্ট হয়ে গেছে, বিলের পানি পচে গেছে। পানির গন্ধে বাজারে ও দোকানে বসা যায় না। মসজিদে নামাজ পড়তেও সমস্যা হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন এই জনপ্রতিনিধি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply