,

অদম্য ও সাহসী নেতার গল্প, চোখে গুলি লাগার পরও দমে যাননি রাকিবুর রহমান সাগর

নারায়ণগঞ্জ প্রতিনিধি:রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর চোখে গুলি লাগার মতো ভয়াবহ আহত অবস্থার পরও আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াননি। রাজনীতি মানেই ত্যাগ—এই বিশ্বাসকে ধারণ করেই তিনি এখনও সক্রিয় রয়েছেন রাজপথে।

২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে বিরোধী দলের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে রাবার বুলেটের আঘাতে তার চোখ ও কপাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থাতেও তার চিন্তা ছিল রাজপথের সহযোদ্ধাদের নিয়ে।
চিকিৎসকদের মতে, তার চোখের আঘাত ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও শারীরিক ক্ষতি মনোবলকে ভেঙে দিতে পারেনি। হাসপাতালের বিছানায় শুয়েও তিনি আন্দোলনের খবর রাখতেন এবং সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেন।

স্থানীয় সূত্র জানায়, অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর নারায়ণগঞ্জ মহানগরের ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের একজন সক্রিয় নেতা। আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী এই নেতা বহুবার হামলা ও মামলার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চোখে গুলি লাগার পরও রাজনীতি থেকে সরে না দাঁড়ানো তার দৃঢ়তা ও ত্যাগের প্রতীক। দলীয় নেতাকর্মীরা বলছেন, রাকিবুর রহমান সাগরের মতো নেতারাই রাজপথের আন্দোলনকে শক্তিশালী করে তুলছেন।

স্থানীয় নেতারা দাবি করেন, ভিন্নমত দমনে সরকার বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালালেও আন্দোলনের স্পৃহা দমন করা সম্ভব নয়—রাকিবুর রহমান সাগর তারই জীবন্ত উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *