দুর্লভ রায়,দিনাজপুর প্রতিনিধিঃ “আনন্দময় শৈশব চাই-সুখী সুন্দর বাংলাদেশে”- এই শ্লোগানকে সামনে রেখে শিশু সংগঠন খেলাঘর আসরের ২য় দিনাজপুর জেলা সম্মেলনের বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে ১৫ জানুয়ারী রোববার সকাল ১০ টায় দিনাজপুর প্রেসক্লাব চত্বরে। সম্মেলনের উদ্বোধন করেন উদ্বোধক বর্ষীয়ান রাজনীতিবিদ কমরেড মোঃ আলতাফ হোসাইন। উদ্বোধন শেষে বর্ণাঢ্য বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর নাট্য সমিতিতে এসে শেষ হয়।
খেলাঘর দিনাজপুর এর সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক সাবেক অধ্যাপক জলিল আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মমিনুল হক, উদ্বোধক বর্ষীয়ান রাজনীতিবিদ কমরেড মোঃ আলতাফ হোসাইন, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রুনু আলী ও কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাহাবুবুর রহমান শিপন। স্বাগত বক্তব্য রাখেন জেলা খেলাঘর দিনাজপুরের সাধারণ সম্পাদক নুরুল মতিন সৈকত। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা ও দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, প্রবীণ রাজনীতিবিদ কমরেড শ্রীদাম দাস, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাডঃ মেহেরুল ইসলাম, দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, দৈনিক ভোরের আকাশের প্রকাশক ও জাতীয় পরিষদের সদস্য নুরুজ্জামান, মাহবুবুর বেগম রানী। সঞ্চালকের দায়িত্ব পারণ করেন প্রমথেশ শীল। কাউন্সিল অধিবেশনে বিষয় নির্ধারক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আহবায়ক বিশিষ্ট চিকিৎসক ডাঃ শীলা দিত্য শীল, সদস্য জলিল আহমেদ, নুরুল মতিন সৈকত, মাহাবুবুর রহমান রানী ও এ্যাডঃ মেহেরুল ইসলাম। তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে জেলা খেলাঘর দিনাজপুরের দুই বছর মেয়াদী কমিটির নাম ঘোষনা করেন। সভাপতি আব্দুল জলিল ও সাধারন সম্পাদক প্রমথেশ শীলসহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বক্তারা বলেন, খেলাঘর অসাম্প্রদায়ীক-বিজ্ঞান মনোস্ক এবং মানবিক বোধ মানুষ হিসেবে প্রজন্মকে গড়ে তুলতে হবে। আমাদের শিশুরা বর্তমানে ভালো নেই। বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত তারা নিরাপদ নেই। সে কারণেই খেলাঘর আগামী দিনের জন্য সুন্দর স্বপ্ন দেখানোর শপথ নিয়ে এগিয়ে যাচ্ছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply