,

আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের সহযোগিতা চাইলেন আইজিপি

নিজস্ব প্রতিনিধিঃ
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের সহযোগিতা চাইলেন। তিনি বলেন, সারা দেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নাই। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। সবাই মিলে প্রতিরোধ করতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, জুলাই-আগস্টের যাতে পুনরাবৃত্তি না হয় সেই আদলে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে। আন্দোলনের সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বের সহকারে দেখা হচ্ছে। তবে এখনও সিরিয়াস কিছু পাওয়া যায়নি বলে আশ্বস্ত করেন তিনি।

সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে বাহারুল আলম বলেন, আগুনের ঘটনা তদন্ত চলছে। এ বিষয়ে তদন্ত কমিটি বিস্তারিত জানাতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *