,

আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে -আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ( ঢাকা)উপজেলা প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমানুল্লাহ আমান বলেছেন, আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে। জুলাই- আগস্ট বিপ্লবে যেসব রাজনৈতিক দল আন্দোলনের নেতৃত্বে ছিল তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।

আগামী সরকার হবে শহীদ জিয়ার সরকার, বেগম খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। সেই লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের বরিশুর মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ১০ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আমান উল্লাহ আমান আরো বলেন, সংস্কার কাজ প্রায় শেষ। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে আগাচ্ছেন। তাই আমাদেরকে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বিগত সময়ে জনগণ কোন নির্বাচনে ভোট দিতে পারেনি। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সবাই আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।আগামী নির্বাচনে ভোট দিয়ে আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তিনি বলেন, ইলিয়াস আলী কে গুম করা হয়েছে। চৌধুরী আলমকে গুম করা হয়েছে। ৯১ সালে ইলিয়াস আলী এই বরিশুর মাঠে বিএনপি’র জনসভায় বক্তব্য দিয়েছিলেন। আমরা তাকে ফিরে পেতে চাই।

আওয়ামী লীগ গত ১৬ বছরে কত নেতাকে খুন করেছেন, গুম করেছেন তার শেষ নেই। তারা ৬০ লক্ষ্য বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অন্যায় ভাবে তাদেরকে জেল খাটিয়েছে। আমান উল্লাহ আমান বলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলা দিয়ে তাকে জেল খাটিয়েছেন। স্লো পয়জন দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা সরকার। তিনি এখন চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। তার জন্য সবাই দোয়া করবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও ফ্যাসিস্ট হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে অনেক নির্যাতন করেছে। তিনিও এখন বিদেশে আছেন। তার মামলাগুলো এখন শেষ। খুব দ্রুত তিনি বীরের বেশে দেশে ফিরে আসবেন।

আমান বলেন,ফ্যাসিস্ট হাসিনা এমনভাবে দেশের নির্বাচন ব্যবস্থা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে রেখেছিলেন যেন প্রতি পাঁচ বছর পর নির্বাচন হলে তিনি নির্বাচিত হতেন। কিন্তু আল্লাহ তার পতন ঘটিয়েছেন। আল্লার ইশারায় তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। কালিন্দী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মেহবুব হোসেন মাহবুবের সভাপতিতে এ সময়ে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লহ নবী, সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির, শামসুল হক লিটন, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন ও ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক ওয়ালীউল্লাহ সেলিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *