,

আজ আটুলিয়া ইউনিয়নে হতদরিদ্রের মাঝে পানির ট্যাংক বিতরণ

স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ বাহারঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আটুলিয়া ইউনিয়ন পরিষদের দুই ও তিন নং ওয়ার্ডে দুস্থ অসহায়ের পরিবারে মাঝে তিন হাজার লিটার পানির ট্যাংকি বিতরণ করা হয়। স্থানীয় এনজিও প্রেরণা’র উদ্যোগে ট্যাংকি বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আটুলিয়া ইউনিয়নের সদর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু ও ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আখতারুজ্জামান লিটিল এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেরণা সংস্থা কর্মী তাপসী হাউলী ও নেপাল চন্দ্র মন্ডল এবং মেন্টর সংস্থা উত্তরণ এর টেকনিক্যাল ম্যানেজার বিলকিস খাতুন।

উক্ত অনুষ্ঠানে আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন আমরা খুবই আনন্দিত যে, স্থানীয় সংস্থা প্রেরণা সুন্দরবন কোয়ালিশনের কার্যক্রম বাস্তবায়ন করছে এবং এই ট্যাংকি প্রদান করায় তারা খুবই উপকৃত হবে। অনেকে এদিকে উপকারভোগীরা তিন হাজার লিটার পানির ট্যাংকি পেয়ে খুব আনন্দিত এবং উৎফুল্ল তারা বলেন আমাদের তো টাকা দিয়ে কেনার সমর্থন নেই এটা পেয়ে আমরা খুব খুশি। এই প্রকল্প আর্থিক সহযোগিতা করছে শেয়ার ট্রাস্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *