,

আজ নওমির শুভ জন্মদিন

গোপালগঞ্জ প্রতিনিধি:আজ তাসনিম ইসলাম নওমির শুভ জন্মদিন! সে গোপালগঞ্জ শিশু নিকেতন স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী।

গোপালগঞ্জ আন্তর্জাতিক মানবাধিকার খবর – দৈনিক অগ্রদূত -(গোপালগন্জ জেলা প্রতিনিধি )সাংবাদিক লুৎফর সিকদারের ছোট মেয়ে তাসনিম ইসলাম নওমির শুভ জন্মদিন পালন করা হয়েছে।

মঙ্গলবার রাত ১২:০০ সময় ক্ষুদ্র পরিসরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বাবা লুৎফর সিকদার,মাতা, কামরুল নাহার (মলি),বড় ভাই রেজোওয়ান ইসলাম সীমান্ত,বড় বোন সানজিদা ইসলাম অমি,রায়সা,রিধি ও বন্ধুরা সহ বেশ কিছু শুভাকাঙ্ক্ষী।
আমাদের ইসলামী দৃষ্টিতে জন্মদিন পালন করা অনুচিত, কিন্তু মেয়ের আব্দার তাই না করেও পারিনি। কাজেই ক্ষুদ্র পরিসরে এ আয়োজন।

তাসনিম ইসলাম ( ১১তম) এগারো তম জন্ম বার্ষিকী উপলক্ষে তার আপনজন ও স্বজনদের সকলের পক্ষ থেকে জানানো, আমাদের ছোট মনি তাসনিম ইসলাম নওমি ভবিষ্যত উজ্জ্বল, সুস্থ সফলতা সুন্দর কামনায় করেন। ঘরোয়া পরিবেশে জন্মদিনের কেক কেটে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *