জি এম নূরুন্নবী হাসান : “করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিআরআরএ এর সিসিডিআইডিআরএম প্রকল্পের আয়োজনে সিবিএম এর আর্থিক সহযোগিতায় আটুলিয়া ইউনিয়ন এর নয়টি ওয়ার্ড থেকে বিপদাপন্ন নারী ও প্রতিবন্ধী ব্যক্তির উপস্থিতিতে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালন করা হয়। উক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালীটি সকাল নয়টায় ইউনিয়ন পরিষদের চত্ত্বর থেকে শুরু করে নওয়াবেকী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আটুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে ইউনিয়ন পরিষদের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জনাব আবু সালেহ বাবু, অন্যান্যদের মধ্যে ছিলেন ইউপি সচিব মো আবু সাইম, ইউপি সদস্য সালমা ওদুদ,হালিমা বিবি, সরস্বতী মন্ডল, নারীর অধিকার ও ক্ষমতায়ন এর উপর বক্তব্য রাখেন ডিপিও লিডার শরিফা খাতুন, রিতা রানী মন্ডল সহ অনেকে। ডিআরআরএ থেকে উপস্থিত ছিলেন সিসিডিআইডিআরএম প্রকল্পের ডাটা এন্ড ডকুমেন্টেশন অফিসার অসিত দেবনাথ, দেবাশীষ ঘোষ। সহযোগিতা করেন কমিউনিটি ভলান্টিয়ারগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ড কো-অর্ডিনেটর জি এম নূরুন্নবী হাসান।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply