,

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় বান্দরবান আলীকদম এফবিএম ইট ভাটা বন্ধ: অর্থদন্ড  

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আলীকদমের এফবিএম ইট ভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ইটভাটার মালিক শওকত তালুকদারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ২২নভেম্বর বুধবার সকালে আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ভূমি অফিসের এসিল্যান্ড জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলার এফবিএম ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ২০ হাজার কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস এবং চুল্লীতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ঢেলে বন্ধ করে দেয়া হয়।
জানা যায়, ‘মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১২০৪/২০২২ মূলে বান্দরবান জেলা প্রশাসকের আদেশে এফবিএম ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছিল এবং ইটভাটার সামনে লাল রঙের সাইন বোর্ড টাঙানো হয়েছিল। এতে লেখা রয়েছে, বন্ধ ঘোষণা করা হলো। কিন্তু আদালতের এই রায় ও প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে টাঙানো সাইন বোর্ডের পাশের্^ই ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল আলীকদম উপজেলার এফবিএম ইটভাটার মালিক। বিষয়টি আলীকদম উপজেলা প্রশাসনের নজরে আসলে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযান পরিচালনা করেন ভূমি অফিসের এসিল্যান্ড মোঃ জিল্লুর রহমান। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটা পরিচালনা করায় এফবিএম ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, আনুমানিক ২০ হাজার কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস এবং চুল্লীতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ঢেলে বন্ধ করে দেন।
এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবেদ মোঃ সোয়াইব বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটা গড়ে তোলায় এফবিএম ইটভাটায় অভিযান পরিচালনার করা হয়েছে। এসময় ইটভাটার মালিককে ৫০ হাজার জরিমানা ও ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লী নিভানো হয়েছে। একই সাথে এফবিএম ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের নির্দেশে বান্দরবান জেলায় অবৈধভাবে গড়ে প্রায় ৭০টি ইটভাটার সামনে সাইনবোর্ড টাঙ্গিয়ে বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *