মাওলানা রাশেদুল ইসলাম,ষ্টাফ রিপোর্টারঃনাটোরে স্ত্রীর দায়েরকৃত যৌতুক ও নারী নির্যাতন মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এস এম ফজলুল হককে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এস এম ফজলুল হককে আসামী করে গত বছর ১০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যালের আইনে মামলা দায়ের করেন তার স্ত্রী। সেই মামলায় ধার্য্যকৃত তারিখে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামী এস এম ফজলুল হক।তার আবেদনে আদালতের বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
সাংবাদিকরা জানান, জামিন না মঞ্জুর আদেশের পর হাজতে না রেখে কোর্ট পুলিশ আসামীকে কোর্ট ইন্সপেক্টর কক্ষে নিয়ে যায়।পরে সেখান থেকে হাজত খানায় নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তার ভিডিও ফুটেজ নিতে গেলে বরখাস্ত কৃত পুলিশ সুপার এস এম ফজলুল হক ক্ষিপ্ত হয়ে সেখানে উপস্থিত সাংবাদিক ও ক্যামেরা ম্যানদের ওপর হামলা চালান। এ সময় কয়েকজন ক্যামেরা ম্যান তাদের হাতে আঘাত প্রাপ্ত হয়। এ ঘটনা জানাযানি হলে নাটোরের কর্তব্যরত সাংবাদিকরা আদালত চত্বরে অবস্থান নেয়।পরে সেনা বাহিনীর উপস্থিতি ও সহযোগিতায় আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply