দুর্লভ রায়,দিনাজপুর প্রতিনিধিঃ “নোলেজ ইজ স্ট্রাং এন্ড পাওয়ারফুল”-এই শ্লোগানকে সামনে রেখে ৪ মার্চ শনিবার দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র ঘাসিপাড়া বটতলা মোড় এর দক্ষিণ পার্শ্বে এবং ড্রাইভিং সেন্টারের পার্শ্বে দিনাজপুরবাসীর প্রযুক্তি সেবা প্রদানের লক্ষ্যে এবং সারা বিশ্বের সাথে যোগাযোগ সেবা প্রদানের জন্য উদ্বোধন হলো “তেহেনিত টুরস এন্ড ট্রাভেল এজেন্সি।
“প্লেনের টিকিট বুকিং, ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেট, ট্রাভেল ইনস্যুরেন্স, টুরিস্ট ভিসা, বিজনেস/ওয়ার্ক ভিসা, স্ট্যাডি ভিসা, ইমিগ্রেশন ভিসা” প্রদানের লক্ষ্য নিয়ে তেহেনিত টুরস এন্ড ট্রাভেল এজেন্সি উদ্বোধন করেন প্রধান অতিথি পাটোয়ারী বিজনেস হাউজ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক সহিদুর রহমান পাটোয়ারী মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক পরিচালক মানবেন্দ্র দাস (মনোজ), দিনাজপুর হিউম্যানে চেম্বার অব কমার্সের সভাপতি জান্নাতুস সাফা শাহিনুর, মহিলা আওয়ামী লীগ নেত্রী খ্রিষ্টিনা লাভলী দাশ, দিনাজপুর উদ্যোক্তাবর্গের পরিচালক ও অঞ্জলি বুটিকস এর স্বত্ত্বাধিকারী সম্পা দাস মৌ। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক স্বপ্না নেছা। এসময় আরও উপস্থিত ছিলেন স্বত্ত্বাধিকারী’র শ্বশুড় বিশিষ্ট ব্যবসায়ী শাহ মোঃ আব্দুল নাহেল কাফী, শ্বাশুড়ী বেগম আক্তার জাহান, আভা সুজ এর স্বত্ত্বাধিকারী ইকবাল হোসেন, নুরজাহান ক্রোকারিজ দোকানের স্বত্ত্বাধিকারী আলহাজ মোঃ জাহাঙ্গীর হোসেন। বক্তারা বলেন, দিনাজপুরে তেহেনিত টুরস এন্ড ট্রাভেল এজেন্সি আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহক সেবার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। দিনাজপুরবাসীর দেশে বা বিদেশে যে কোন সেবার প্রয়োজন হলে তারা প্রদান করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আশা করি আগামীতে এই প্রতিষ্ঠান টুরস এন্ড ট্রাভেল এজেন্সি হিসেবে সেবার মডেল হিসেবে পরিচিতি লাভ করবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply