শ্যামনগর প্রতিনিধিঃ
” নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর সদর নকিপুর,চিংড়াখালী, ফুলবাড়ী ও পদ্মপুকুর ইউনিয়ন সহ গ্রামীন নারীদের অংশগ্রহণ ও আলোচনার মাধ্যমে ১৬ দিনের কার্যক্রম উপলক্ষে মানবাধিকার বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগে, যেখানে নারী, পুরুষ এবং শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
সভায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা, শিশু অধিকার, শিক্ষার গুরুত্ব এবং সমান সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নারীরা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।
আলোচনা সভায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো এবং বিভিন্ন স্বেচ্ছাসেবকবৃন্দ ও প্রতিনিধিরা মানবাধিকার রক্ষায় তাদের ভূমিকা এবং বিভিন্ন সহায়তা কার্যক্রমের তুলে ধরা হয়।শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়। এই ধরনের আলোচনা সভা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে মানবাধিকারের ধারণা ছড়িয়ে দিতে এবং তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply