,

আ’লীগ নেতা কর্তৃক সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতনে বিচারকদের দ্বারে দ্বারে ঘুরছে-গণেশ কয়াল

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

এম কামরুজ্জামান,শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার দেবালয় গ্রামের গণেশ কয়ালের ৩৩ শতক জমি একই এলাকা মহরম মাজেদ সরদারের পুত্র আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান (বাবু) ও মিকাইল সরদার জোর পূর্বক দখল করে রেখেছে। তিনি এক লিখিত অভিযোগে জানান,আমাদের রেকর্ডীয় সম্পত্তি থেকে তার আপন ভ্রাতার নিকট থেকে ৩৩ শতক জমি খলিলুর রহমান ও মিকাইল সর্দার ক্রয় করে গায়ের জোরে ৬৬ শতক জমি দখল করছে। তারা বিচারকের কোন মাপ জরিপ মানে না। বিগত তিন বছর যাবত সম্পূর্ণ গায়ের জোরে ৩৩ শতক জমি দখল করে রেখেছে। গণেশ কয়াল এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেনের সাথে মুটো ফোনে কথা হলে তিনি বলেন,মিকাইল সরদার ও খলিলুর রহমান (বাবু)সাবেক এমপি এসএম আতউল হক দোলনের আপন চাচাতো ভাই হওয়ায় তারা বিচারকদের বিচার ও মাপ জরিপ মানেন না। আমরা কয়েকবার বিচার করে দিয়েছি কিন্তু তারা মানে না। সংখ্যালঘু গণেশ কয়াল এলাকার বিভিন্ন বিচারকদের ধার যারা ঘুরে প্রতিকার না পেয়ে এহেন পরিস্থিতিতে সেনাবাহিনীর সহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *