আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতা আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আশাশুনি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের স্টেপ প্রকল্প আশাশুনি এর আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী দিবসের র্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উত্তরণের স্টেপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রেজওয়ান উল্লাহ, নারী কমিটির সভাপতি রেবা রানী, এসসিএফ এর ম্যানেজার হুমায়ুন কবীর সুমন, স্টেপ প্রকল্পের কমিউনিটি মবিলাইজার পার্থ কুমার দে, তীর্থ কুমার দে, সুমন কুমার নাগ, মোহাম্মদ আলী প্রমুখ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply