আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগরে এক করোনা রোগির বাড়ি লকডাউন করা হয়েছে। সোমবার ঐ রোগীর বাড়ি লকডাউন ঘোষনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার জানান, প্রতাপনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩২) ভারত থেকে করোনা আক্রান্ত হয়ে দেশে ফিরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিল ২৩ এপ্রিল। এদিন বিকালে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে সে নিজ বাড়িতে পৌছালেও বিষয়টি জানাজানি হয়নি। এছাড়া আরও জানান, একই দিন আরও ৭ জনসহ আগে পরে আরও ২ জন মোট ১০ জন বিভিন্ন জেলার (ভারত থেকে আগত) করোনা আক্রান্ত ব্যক্তিকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারা সবাই হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার পর যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলিপ কুমার রায় (২৫ এপ্রিল) পলাতকদের তালিকা প্রকাশ করলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে আমরা ঐ রোগীর সাথে কথা বলি। সোমবার বিকেলে ঐ রোগীকে পূনরায় এ্যাম্বুলেন্স যোগে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং করোনা রোগির আগমনের খবর পাওয়ার সাথে সাথে ঐ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। বাড়ির কেউ যাতে বাইরে না আসে এবং তাদের সাথে কেউ দেখা না করে সেব্যাপারে সতর্ক করা হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply