,

আশাশুনিতে গণটিকাদান কার্যক্রম পরিচালিত

আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃসারাদেশের ন্যায় আশাশুনিতে সরকার ঘোষিত কোভিড-১৯ এর গণটিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রসহ ১১ ইউনিয়নের ৩৫টি কেন্দ্রে একযোগে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। এদিন আশাশুনিতে ২৭ হাজার ৬৫২ জনকে টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে ২৩ হাজার ৬৬৫ জনকে ১ম ডোজ টিকা দেওয়া হয়। এছাড়া ১৫৭৯ জনকে ২য় ডোজ ও ২৪০৮ জনকে বুষ্টার ডোজ প্রদান করা হয়।এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার উপজেলার ধান্যহাটি, কুল্যা, কচুয়া, কাদাকাটি ও খরিয়াটি কমিউনিটি ক্লিনিকে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি টিকা নিতে আসা জনসাধারনের সাথে কথা বলেন এবং টিকা নেওয়ার আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও কোন প্রকার হয়রানি ছাড়া স্বাস্থ্যকর্মীদের জনসাধারণকে টিকা প্রদান করতে নির্দেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *