আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃআশাশুনি উপজেলার শ্রীউলায় জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে খালের উপরে ভাসমান ব্রিজ নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়নের হাজরাখালি খালের উপর এ ব্রিজ নির্মান কাজের উদ্বোধন করা হয়। হাজরাখালি মাঠ সংলগ্ন স্থান হতে হাজরাখালি জামে মসজিদে পাশের রাস্তা পর্যন্ত ভাসমান ব্রিজ নির্মান করা হচ্ছে। নির্মান কাজের শুভ উদ্বোধন করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান বলেন, ঘূর্ণিঝড় আম্পানে হাজরাখালি ভেঁড়ি বাঁধ ভেঙ্গে হাজরাখালি গ্রামের রাস্তা প্লাবিত হয়ে বড় নদীর মত খাল হয়ে যায়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি এবং আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর অর্থায়নে ভাসমান ব্রিজ নির্মান কাজ শুরু করা হলো। নির্মান কাজ শেষ হলে এলাকার মানুষের ভোগান্তি লাঘব হবে। এসময় ইউপি সদস্য ইয়াছিন আলি, আওয়ামীলীগ নেতা রেজাউল সরদার, হাজরাখালি জামে মসজিদের ইমাম মাওঃ রহুল আমিন, নওশের গাজীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply