,

আসিফের জীবনী গ্রন্থ লিখছেন সোহেল অটল

বিনোদন রিপোর্টঃ এ জীবনী গ্রন্থে এমন কিছু থাকছে যা অনেককেই চমকে দিতে পারে। এমনটাই বলেন সোহেল অটল।আসিফ আকবর। বাংলা গানের যুবরাজ। আসিফের জীবন মানেই বিতর্ক, রোমাঞ্চকর উত্থান-পতনের গল্প। সেসব গল্প অনেক ফিকশনকেও হার মানায়। আসিফের উত্থান, রাজনীতির মঞ্চে আবির্ভাব কিংবা মামলা মাথায় নিয়ে হাজতবাস। এসব কিছু আসছে এক মলাটে।

সাংবাদিক ও লেখক সোহেল অটল লিখছেন কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবনী গ্রন্থ। শিগগির এটি প্রকাশ হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে সোহেলে অটল বলেন, ‘শিল্পী আসিফের জীবনের ঘটনাপ্রবাহ আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। তার জীবনের পরতে পরতে রোমাঞ্চকর বিষয় রয়েছে, যা একজন ফিকশন রাইটার হিসেবে আমাকে উদ্বুদ্ধ করেছে জীবনী গ্রন্থ লিখতে।’
অটল আরও বলেন, ‘অন্যদিকে শিল্পী আসিফ আকবর সমাজের আলোচিত সেলিব্রিটি। তার জীবনের না-বলা ঘটনাপ্রবাহের প্রতি সাধারণ মানুষেরও আগ্রহ রয়েছে। সত্যি বলতে এ জীবনী গ্রন্থে এমন কিছু থাকছে যা অনেককেই চমকে দিতে পারে।’

নিজের জীবনী গ্রন্থ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘নানান সময়ে পত্রপত্রিকা কিংবা টেলিভিশন ইন্টারভিউয়ে আমার জীবনের খণ্ডিত অংশ উঠে এসেছে। সব সময় সব কথা বলতেও পারিনি, বলা যায়ও না। এবার মনে হলো- জীবনী গ্রন্থে সেসব অজানা গল্প লিপিবদ্ধ হয়ে থাকুক। সোহেল অটল বেশ ভালো লেখেন। তাকেই এটা লেখার উপযুক্ত মনে হয়েছে আমার।’

এর আগে তিনটি গল্পগ্রন্থ প্রকাশ হয়েছিল সোহেল অটলের। সেগুলো হলো- ছোটগল্প সংকলন ‘প্যারানরমাল প্লট’, ছোটগল্প সংকলন ‘লুসি ও তার প্রেমিকেরা’ ও রহস্যগল্প ‘ছায়ামানবী’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *